নিজস্ব প্রতিবেদন :
ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রে’র আয়োজনে শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে হয়ে গেল সাত দিনের আবাসিক সহজিয়া নাট্যকর্মশালা।
সংগীত নাটক আকাডেমি পুরস্কারপ্রাপ্ত ও অল্টারেনটিভ লিভিং থিয়েটারের কর্ণধার বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মাননীয় শ্রী প্রবীর গুহ
ছিলেন এই কর্মশালার প্রধান প্রশিক্ষক। সহযোগী ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী ও নাট্যজন সোমা গিরি ও অভিষেক দত্ত।
৪ জুলাই নাট্যকর্মশালার উদ্বোধন হয় বেলা ১১.৩০ মিনিটে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশিক্ষক প্রবীর গুহ, সোমা গিরি, অভিষেক দত্ত সহ পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রে’র আধিকারিক অমিত অধিকারী ও পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সদস্য মলয় ঘোষ।
পশ্চিমবঙ্গ সহ বিহার, উড়িষ্যা, ঝাড়খন্ড, ছত্রিশগড়, আসাম, তেলেঙ্গানা, উত্তরপ্রেদশ, হিমাচলপ্রদেশ তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে মোট ২৬ জন শিক্ষার্থী এই নাট্য কর্মশালায় অংশগ্রহণ করেন।
শ্রী প্রবীর গুহ শিক্ষার্থীদের নাটকে শরীরের বিভিন্ন আঙ্গিকের ব্যবহার, নাটকে গলার স্বরের ব্যবহার এবং কিভাবে নাটকে নিজস্বতা প্রয়োগে প্রচিলত নাট্যধারাকে পরিবর্তন করে নতুন কিছু সৃষ্টি করা যায় তা শেখান।
এছাড়া দেশ-বিদেশের বর্তমান নাট্যচর্চার বিভিন্ন পদ্ধতি নিয়ে তিনি আলোচনা করেন।
এই কর্মশালায় প্রতিদিন ভোরবেলায় মার্শাল আর্টস, ছৌ নৃত্য, কালারিপট্টু সহ বিভিন্ন ধরনের শারীরিক ব্যায়াম শেখানো হয়। কর্মশালার শেষদিনে সকল শিক্ষার্থীর সমন্বয়ে শেক্সপীয়রের বিখ্যাত লেখনী ম্যাকবেথের একটি করে দৃশ্য নিজস্ব চিন্তাধারা প্রয়োগ করে সকলের সামনে মুক্ত মঞ্চে প্রর্দশন করেন যা উপস্থিত সকলকে মুগ্ধ করে। এবং ওইদিন কর্মশালায় অংশগ্রহণকারী সকলের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।
প্রশিক্ষক ও বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব প্রবীর গুহ জানান, ‘ নতুন নাট্যশিক্ষার্থীদের কাছে নাট্যের তথা জীবনের নতুন এক দিকের উন্মোচন ঘটাবে এই কর্মশালা। নাট্যের বিস্তার হোক, জীবন বিস্তৃত হোক আরো।’
👍🏼
শুভেচ্ছা প্রবীর দা। কাজ চলতেই থাকুক।
শুভেচ্ছা 👍
অনেক অনেক শুভ কামনা রইল আগামীর জন্য ❤️♥️
May I simply just say what a relief to find someone who truly understands what they are discussing on the web. You definitely understand how to bring a problem to light and make it important. More and more people ought to check this out and understand this side of your story. Its surprising you arent more popular because you definitely have the gift.
Good post. I learn something new and challenging on sites I stumbleupon on a daily basis. Its always helpful to read through content from other authors and practice a little something from other web sites.