সাঁইথিয়া রবীন্দ্র ভবনে বিনোদিনী নাট্য উৎসব ২০২২ (বর্ধমান বিভাগ)

নিজস্ব প্রতিবেদন : সম্প্রতি, ৯-১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হল সাঁইথিয়া রবীন্দ্র ভবনে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্র আয়োজিত, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায়, বিনোদিনী নাট্য উৎসবের প্রথম পর্ব শেষ হলো। মোট ছয়টি পর্বে এই নাট্যোৎসব হবে। বর্ধমান পর্বটি দিয়ে শুরু হলো নাট্যমেলার। সাঁইথিয়া পৌরসভার সর্বাঙ্গীণ সহায়তায় উৎসবটি জমজমাট হয়ে ওঠে। এই পর্বে বীরভূম, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমানের মোট ১০টি নাট্যদল যোগ দেন।  উৎসবের সূচনা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। ৯ সেপ্টেম্বর সাঁইথিয়া শশীভূষণ বালিকা বিদ্যালয় থেকে সাঁইথিয়ার সকল নাট্য ও সাংস্কৃতিক দল অংশ নেন এই পদযাত্রায়। যেটি শেষ হয় রবীন্দ্র ভবন প্রাঙ্গণে। ঢাক, ঢোল, সাঁওতালি নৃত্য সব কিছু মিলেমিশে যায়। নাট্য উৎসবের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন রঙ্গতীর্থ নাট্যদল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁইথিয়ার মাননীয় বিধায়ক নীলাবতী সাহা, পুরপিতা বিপ্লব দত্ত, পুরসভার বিত্ত আধিকারিক জয়ন্ত মুখোপাধ্যায়, সমাজসেবক দেবাশিস সাহা, পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সদস্য মলয় ঘোষ, তথ্য সাংস্কৃতিক আধিকারিক বীরভূম অরিত্র চক্রবর্তী, উৎসবের মুখ্য সমন্বায়ক রুদ্র প্রসাদ চক্রবর্তী, সহ সমন্বায়ক তীর্থজীৎ ঘোষ, প্রদীপ রায় প্রমুখ নাট্যজনরা। মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্র ও পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির মাননীয় সচীব দেবকুমার হাজরা সশরীরে উপস্থিত না থাকতে পারলেও তাঁর পাঠানো বার্ত পাঠ করা হয়। জেলা তথ্য সাংস্কৃতিক আধিকারিক তা পড়ে শোনান সকলকে।

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে নাট্য উৎসব সূচিত হয়। অতিথিরা সকলেই বক্তব্য রাখেন। যে দশটি নাট্যদল নাটক পরিবেশন করেছেন তারা হলেন – পূর্ব বর্ধমানের বোরহাটি অরিত্র ও স্পিড, বীরভূমের ইয়াং নাট্য সংস্থা, প্রবাহ নাট্যম, বোলপুর কিনাঙ্ক, হুগলির পান্ডুয়া চক্রবাক নাট্য পীঠ, রাজবলহাট সৃজন, মৃত্তিকা, পশ্চিম বর্ধমানের সিয়ারসোল কিশলয়, খাসকেন্দা অগ্রতূত । নাটকের শেষে প্রতিটি দলের হাতে স্মারক তুলে দেন বীরভূমের বিশিষ্ট নাট্যজনেরা। প্রবল নিম্নচাপ ও বৃষ্টির মধ্যেও দর্শকের উপস্থিতি ছিল চোখে পরারর মতো।